
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের ‘পদ্ধতিগত গণহত্যা’-র তীব্র নিন্দা জানিয়ে একে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিদের নৃশংসতার সঙ্গে তুলনা করেছেন।
গত মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ষষ্ঠ বিশ্ব পার্লামেন্ট স্পিকার সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন অঞ্চলের শীর্ষ পার্লামেন্ট সদস্যরা ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানবজাতিকে ধ্বংসের কিনারায় ঠেলে দেওয়া আগ্রাসনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে এই সম্মেলনে একত্রিত হয়েছেন। তিন দিনের সম্মেলনটি আজ বৃহস্পতিবার শেষ হবে।