ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বেইজিংয়ে ভারী বৃষ্টিপাতে ৪৪ জনের মৃত্যু

বেইজিংয়ে ভারী বৃষ্টিপাতে ৪৪ জনের মৃত্যু

চীনের রাজধানী বেইজিংয়ের বিভিন্ন অংশে গত সপ্তাহ থেকে ভারী বৃষ্টিপাতের ফলে মোট ৪৪ জনের মৃত্যু হয়েছে এবং ৯ জন নিখোঁজ রয়েছে। বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এখবর জানায়। শীর্ষ নগর কর্মকর্তা জিয়া লিনমাও এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ৩১ জুলাই দুপুর পর্যন্ত সমগ্র বেইজিং জুড়ে প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রায় ৪৪ জন মারা গেছে ও ৯ জন নিখোঁজ রয়েছেন। বৃষ্টিপাত বেইজিং ও আশপাশের প্রদেশগুলোতে তীব্র আকার ধারণ করে।

শিনহুয়া জানায়, বেইজিংয়ের উত্তরাঞ্চলে ৫৪৩.৪ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। শহরটির বার্ষিক গড় বৃষ্টিপাত প্রায় ৬০০ মিলিমিটার। শিনহুয়া আরও জানায়, বৃষ্টিপাত শুরু হলে বেইজিংয়ের ৮০ হাজারের বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এতে সড়ক ও যোগাযোগ অবকাঠামোর ক্ষতি হয়েছে। গত সোমবার রাত ১২টা পর্যন্ত ১৩৬টি গ্রামের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, বেইজিং এবং হেবেই, জিলিন ও শানডং প্রদেশে ‘গুরুতর প্রাণহানি ও সম্পদের ক্ষতি’ হয়েছে এবং তিনি ‘সর্বাত্মক উদ্ধার তৎপরতা’ চালানোর নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত