ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার ক্ষমতা আছে

বললেন আরাগচি
ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার ক্ষমতা আছে

ইরানের এখনও ইউরেনিয়াম সমৃদ্ধ করার ক্ষমতা রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অব্বাস আরাগচি। সম্প্রতি ফিনান্সিয়াল টাইমসকে (এফটি) দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। এফটিকে তিনি জোর দিয়ে বলেন, যুদ্ধের পর আলোচনার (পরমাণু আলোচনা) পথ সংকীর্ণ। এর আগে গত মাসে ইরান বলেছিল, ওয়াশিংটনকে তেহরানকে ক্ষতিপূরণ দিতে হবে। তবে এবার এফটিকে দেওয়া সাক্ষাৎকারে আব্বাস আরাগচি বলেন, তেহরান তার অবস্থান কঠোর করছে এবং ট্রাম্প প্রশাসনের সঙ্গে পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করার জন্য নতুন শর্ত আরোপ করছে। তিনি বলেন, ইসরাইলের সঙ্গে ১২ দিনের সংঘাতের পরিপ্রেক্ষিতে ইরান ‘স্বাভাবিকভাবে ব্যবসা’ করতে রাজি হবে না, যে যুদ্ধে তেহরানের সঙ্গে আলোচনা চলমান সত্ত্বেও ওয়াশিংটন তাতে জড়িয়ে পড়েছিল। তিনি আরও বলেন, ‘তাদের ব্যাখ্যা করা উচিত কেন তারা আলোচনার মাঝখানে আমাদের ওপর আক্রমণ করেছে, এবং তাদের নিশ্চিত করতে হবে যে তারা এটি পুনরাবৃত্তি করবে না।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত