
লেবাননের পর সিরিয়াতেও হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। এ সময় স্থানীয় বাহিনীর সঙ্গে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১২ জন নিহত এবং ৬ জন ইসররাইলি সেনাসহ ১৮ জন আহত হয়েছেন। যার মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক।
গতকাল শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু। সিরিয়ার সরকারি গণমাধ্যমের বরাত দিয়ে সংবাদ সংস্থাটি জানিয়েছে, রাজধানী দামেস্কের গ্রামীণ অঞ্চল বেইত জিন্ন ও মাযরাত বেইত জিন্নের যাত্রাপথে শুক্রবার ভোরে চালানো ইসরাইলি হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ১১ জন। রাষ্ট্রীয় টিভি চ্যানেল আল-ইখবারিয়া জানিয়েছে, হামলার পরও ইসরাইলি ড্রোন ওই এলাকার আকাশে টহল দিচ্ছিল, বিশেষ করে দুই শহরকে সংযুক্ত করা সড়কের উপর দিয়ে। প্রতিবেদনে বলা হয়েছে, ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মানুষ আটকে আছে এবং উদ্ধারকাজ চলমান থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। হামলার পর বেইত জিন্ন থেকে ডজন ডজন পরিবার নিরাপদ এলাকায় পালিয়ে গেছে।