
নিজ দেশের নাগরিকদের চীন ভ্রমণ বা ট্রানজিট নেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি অরুণাচল প্রদেশের এক ভারতীয় নারীকে সাংহাই বিমানবন্দরে আটক করে ‘হেনস্তার’ অভিযোগ ওঠার পর গত সোমবার এমন ঘোষণা দেয় নয়াদিল্লি। দুই সপ্তাহেরও বেশি সময় আগে ওই নারী চীন থেকে জাপান যাওয়ার সময় সাংহাই বিমানবন্দরে ট্রানজিট নিতে যান। সেসময় তার ভারতীয় পাসপোর্টকে ‘অবৈধ’ বলে তাকে আটক করে রাখে চীনা কর্তৃপক্ষ। ওই নারীর দাবি করেছিলেন, অরুণাচলকে নিজেদের অঞ্চল দাবি করে তার পাসপোর্ট ‘অচল’ বলে দাবি করেন চীনা কর্মকর্তারা। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে গত সোমবার সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জওসয়াল বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় নাগরিকদের চীনে ভ্রমণের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিচ্ছে। আমরা আশা করি, চীনা কর্তৃপক্ষ এই নিশ্চয়তা দেবে যে চীনা বিমানবন্দর দিয়ে যাতায়াতকারী ভারতীয় নাগরিকদের বেছে বেছে লক্ষ্যবস্তু করা হবে না, নির্বিচারে আটক বা হয়রানি করা হবে না। একই সঙ্গে চীন তাদের আন্তর্জাতিক বিমান ভ্রমণ নিয়ন্ত্রণকারী নিয়মগুলোর প্রতি যথাযথ শ্রদ্ধাশীল থাকবে।