ঢাকা রোববার, ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

ইরানে হামলার চিন্তা বাদ দেননি ট্রাম্প, আসছে রণতরী ও যুদ্ধবিমান

ইরানে হামলার চিন্তা বাদ দেননি ট্রাম্প, আসছে রণতরী ও যুদ্ধবিমান

ইরানে হামলার চিন্তা এখনও বাদ দেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তার সহযোগীদের তেহরানে হামলার পরিকল্পনার জন্য বলছেন। যেটিকে চূড়ান্ত হামলা হিসেবে অভিহিত করছেন তিনি। গতকাল বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল। সংবাদমাধ্যমটি বলেছে, ট্রাম্প ইরানে হামলার প্রস্তুতি বাদ দিতে বললেও এখন আবার নতুন পরিকল্পনা দিতে বলছেন।

মার্কিন কর্মকর্তারা বলেছেন, ইরানে হামলার ব্যাপারে আলোচনার সময় এটিকে তিনি কয়েকবার চূড়ান্ত হামলা হিসেবে অভিহিত করেছেন। তার নির্দেশনার পর হোয়াইট হাউজ এবং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিভিন্ন ‘অপশন’ দিয়েছেন।

যার মধ্যে ইরানের সরকার পতনের পরিকল্পনাও আছে। এছাড়া অন্যান্য অপশনের মধ্যে ইসলামিক বিপ্লবী গার্ডের অবকাঠামো সীমিত হামলার বিষয়টিও আছে।ট্রাম্প হামলার পরিকল্পনা বাদ দেননি জানিয়েছে ওই কর্মকর্তারা বলেছেন, তিনি শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেন সেটি এখনো নিশ্চিত নয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত