দ্য রোড টু অপারেশন আল আকসা ফ্লাড
অপারেশন আল আকসা ফ্লাডের পর ইজরাইলের নির্বিচার গণহত্যার পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, হামাসের এ অপারেশন কী তাহলে ভুলছিল? এ অপারেশন না হলেই কি ফিলিস্তিনিরা তুলনামূলক নিরাপদ থাকত? হামাসের কি উচিত ছিল সহিংসতা ছেড়ে শান্তিপূর্ণ পদ্ধতিতে আন্দোলন করা? এ প্রশ্নগুলোর উত্তরই তুলে ধরা হয়েছে ‘দ্য রোড টু অপারেশন আল আকসা ফ্লাড’ বইয়ে। বইটি মূলত ২০২৩ সালের ৬ অক্টোবর পর্যন্ত ফিলিস্তিনিদের ৭৫ বছরের সংগ্রামের ইতিহাস; যেখানে সেই বহুল উচ্চারিত বাক্যটিরই বিশ্লেষণ ফুটে উঠেছে, এ সংকট অক্টোবরের ৭ তারিখে শুরু হয়নি; এ গন্তব্যে পৌঁছার আগে ফিলিস্তিনিদের দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে। ইসরাইলের প্রতিনিয়ত আরও আগ্রাসী হয়ে ওঠা, শান্তিপূর্ণ আন্দোলনকে গণহত্যার মধ্য দিয়ে দমন করা, উগ্র থেকে উগ্রতর ইহুদি জাতীয়বাদকে আলিঙ্গন করা এবং আল আকসা মসজিদ দখল করার প্রচেষ্টা কীভাবে ধীরে ধীরে এ রকম একটা অপারেশনকে অপরিহার্য করে তুলেছিল, ইতিহাসের আলোকে সেটাই প্রমাণ করা হয়েছে এ বইয়ে। বইটি লিখেছেন মোজাম্মেল হোসেন ত্বোহা। এ বই অপারেশন আল আকসা ফ্লাডের পেছনের কারণ এবং হামাসের প্রতিরোধ আন্দোলনের প্রকৃতি সম্পর্কে পরিষ্কার ধারণা দেবে। ২৪৮ পৃষ্ঠার বইটির মূল্য ৩২০ টাকা। বইটি মেলার ৫১৭-৫১৮ নম্বর স্টলে পাওয়া যাবে।
আদম স্বভাব
মানবজাতির সূচনা হয়েছিল আদম (আ.)-এর মাধ্যমে। হাওয়া (আ.)-কে সঙ্গে নিয়ে তিনি এ পৃথিবী আবাদ করেছিলেন। শিক্ষিত মানুষমাত্রই এটি জানেন। বিশেষত যারা ধর্মগ্রন্থ পড়েন, তাদের এ সম্পর্কে ধারণা না থেকে পারে না। মানবচরিত্র ও সভ্যতার বুনিয়াদে ‘আদম স্বভাব’ বইটি এ ঘটনাকে উপজীব্য করে রচিত। তবে নিছক গল্পাকারে নয়; মানবজাতির আদি ইতিহাস, সভ্যতার বিকাশ, মানবচরিত্রের রহস্য ইত্যাদি বিষয়ে বিশ্লেষণমূলক আলোচনা এতে স্থান পেয়েছে।
বইটিতে ধর্মীয় উৎস, দার্শনিক বিশ্লেষণ এবং ঐতিহাসিক সূত্রের সমন্বয়ে এসব বিষয়ের একটি পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরা হয়েছে। বইয়ের বক্তব্য অত্যন্ত সাদামাটা; কিন্তু বিষয়বস্তু ও আলোচনার গভীরতা পাঠকের সামনে ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করবে। আত্মপরিচয়, মানবচরিত্র ও সভ্যতার শেকড় জানতে আগ্রহীদের জন্য এটি অবশ্য পাঠ্য বই। বইটি লিখেছেন ড. সালমান আল আওদাহ। অনুবাদ করেছেন মোহাম্মদ রোকন উদ্দিন। ২৫৬ পৃষ্ঠার বইটির মূল্য ৩০০ টাকা। বইটি মেলার ৫১৭-৫১৮ নম্বর স্টলে পাওয়া যাবে।