বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় গ্রেপ্তার পুলিশের তিন সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তিন পুলিশ সদস্য হলেন- চানখারপুল এলাকার ঘটনায় শাহবাগ থানার তৎকালীন ওসি অপারেশনস মোহাম্মদ আরশাদ হোসেন, মিরপুরের ঘটনায় এডিসি মইনুল ইসলাম এবং রামপুরা বাড্ডার ঘটনায় এসআই চঞ্চল কুমার। গতকাল মঙ্গলবার তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর পর প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশের তিন সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন- প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ ও গাজী মনোয়ার হোসেন তামিম।