ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

নতুন অধ্যাদেশে পরীমনির সাইবার মামলা খারিজ

নতুন অধ্যাদেশে পরীমনির সাইবার মামলা খারিজ

ভুয়া সংবাদ প্রকাশের জেরে গৃহকর্মী পিংকি আক্তারসহ বিভিন্ন গণমাধ্যমের বিরুদ্ধে চিত্রনায়িকা পরীমনির করা মামলা খারিজ করে দিয়েছেন সাইবার ট্রাইব্যুনাল। সাইবার নিরাপত্তা আইন বাতিল হওয়ার পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. নূরে আলম এ আদেশ দেন। ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. জুয়েল বিষয়টি নিশ্চিত করে বলেছেন, গত ২১ মে অন্তর্বর্তীকালীন সরকার সাইবার নিরাপত্তা আইন বাতিল করে। একই সঙ্গে নতুনভাবে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ’ জারি করে। পিংকি আক্তারসহ চারটি গণমাধ্যমের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনের ২৮ ও ৩১ ধারায় মামলা করা হয়েছিল। নতুন অধ্যাদেশে এসব ধারায় অভিযোগ না থাকায় আদালত মামলাটি খারিজ করে দেন। এর আগে গত ২৩ এপ্রিল পিংকি আক্তারসহ চারটি গণমাধ্যমের বিরুদ্ধে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মানহানির মামলা করেন চিত্রনায়িকা পরীমনি। মামলায় মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত, মানহানিকর ও অশালীন শিরোনামে ভুয়া সংবাদ প্রকাশের অভিযোগ আনা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত