ঢাকা বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

ভোলায় বাস-সিএনজি শ্রমিকদের সংঘর্ষ, আহত ৫০

ভোলায় বাস-সিএনজি শ্রমিকদের সংঘর্ষ, আহত ৫০

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভোলায় বাস শ্রমিক ও সিএনজি শ্রমিকদের মধ্যে দফায় দফায় মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সাংবাদিকসহ অন্তত ৫০ জন আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ২ জনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এসময় অগ্নিসংযোগে পুড়ে গেছে ৩টি বাস ৮টি সিএনজি। ভাঙচুর করা হয়েছে আরো ১০টি বাস ২০টি সিএনজি। বিপুল সংখ্যক পুলিশ, র‌্যাব, নৌবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী বাসস্ট্যানে মোতায়ন থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও উত্তেজনা বিরাজ করছে। গত মঙ্গলবার রাত সাড়ে ৭টা থেকে গতকাল বুধবার এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালে দফায় দফায় হামলা, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে ভোলা টু চরফ্যাশন সড়কে সাত উপজেলাসহ খুলনা, বরিশাল, চট্টগ্রামের সঙ্গে সকল প্রকার দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে।

জানা গেছে, দীর্ঘদিন সিএনজি ও বাস মালিকদের মধ্যে সিএনজি চলাচল এবং স্ট্যান্ড নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে গত মঙ্গলবার রাত সাড়ে ৭টা থেকে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া এবং এক পর্যায়ে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। প্রথমে ইটপাটকেল নিক্ষেপ দিয়ে শুরু হলেও পরে অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে বাস ও সিএনজি শ্রমিকরা। এ ঘটনায় ৮টি সিএনজি ও ৩টি বাস পুড়ে যায়। ভাঙচুর করা হয় আরো ১০ বাস ও ২০টি সিএনজি । খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ, কোস্টগার্ড, নৌ-বাহিনীসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে সাংবাদিকসহ উভয় পক্ষের কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ২ জনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। আহতদের মধ্যে সাংবাদিক টিপু সুলতান, গিয়াস উদ্দিন, সালাউদ্দিন, নুরুল আমিন, রাকিব, সুমন, সোহেল নাম পাওয়া গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয় গ্রুপ মুখোমুখি অবস্থানে রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত