বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা. আবু জাফর (সাবু) দীর্ঘ রোগভোগের পর গত রোববার সকালে স্থানীয় একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে মার্চ ২০২৩ থেকে দীর্ঘ ২৭ মাস নানা শারিরীক জটিলতায় ভুগছিলেন। শেষ দুই মাসের বেশি সময় তিনি লাইফ সাপোর্টে ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ঢাকা মেডিকেল কলেজের সাবেক সহযোগী অধ্যাপক ডা. জাকিয়া নাজনীন লাকী, এক ছেলে, এক মেয়ে, নাতি, তিন ভাই, এক বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। ডা. আবু জাফর নওগাঁ শহরে জন্মগ্রহণ করেন। তিনি সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের পর চিকিৎসাবিষয়ক সামাজিক সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
রোববারই বাদ আসর ‘গলফ হাইটস’ প্রাঙ্গণে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি পিডিবির সাবেক পরিচালক জনসংযোগ এএসএম বজলুল হকের ভগ্নীপতি ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি