ঢাকা বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

উপদেষ্টার নির্দেশে উদ্ধার হলো বানরছানা

উপদেষ্টার নির্দেশে উদ্ধার হলো বানরছানা

‘শিকলে বাঁধা অবুঝ বানরছানা, হবে বিক্রি’ সম্প্রতি এমন শিরোনামে একটি পত্রিকার প্রতিবেদন দেখে উদ্ধারের নির্দেশ দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দুই দিনের অভিযান শেষে গত রোববার সাভারের একটি বাসা থেকে বানরছানাটি উদ্ধার করে বনবিভাগ। মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ওই বানরছানা উদ্ধারে বন অধিদফতরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট তদন্ত ও অনুসন্ধানে নামে। অনুসন্ধানে জানা যায়, মিরপুর-১ এর পাখির হাটে একটি বানরছানা বিক্রির জন্য আনা হয়। পরে তা সাভারে এক ব্যক্তির কাছে পৌঁছায়। দুই দিনব্যাপী অভিযানের পর বানরছানাটি উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা বানরছানাটি বর্তমানে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ও নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। সুস্থ হওয়ার পর সেটিকে উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে। এছাড়া, মাগুরার মোহাম্মদপুর উপজেলার জোকা গ্রামে এক কৃষক পাটক্ষেতে দলছুট অবস্থায় একটি গন্ধগোকুলের বাচ্চা খুঁজে পান। রেজোয়ান ইসলাম নামে এক ব্যক্তি ওই কৃষকের কাছ থেকে বাচ্চাটি সংগ্রহ করে বন বিভাগের সঙ্গে যোগাযোগ করেন। গতকাল দুপুরে বন বিভাগ বাচ্চাটিকে উদ্ধার করে সামাজিক বন বিভাগ যশোরের আওতাধীন মাগুরা এসএফএনটিসিতে নিয়ে আসে। বাচ্চাটি বর্তমানে দুর্বল অবস্থায় রয়েছে, তবে তার প্রয়োজনীয় পরিচর্যা করা হচ্ছে। সুস্থ হওয়ার পর এটিকে প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়া হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত