ব্রুনাইয়ের শ্রমবাজার উন্মুক্ত করে সব এজেন্সিকে কর্মী পাঠানোর সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে ব্রুনাই রিক্রুটমেন্ট এজেন্সিস অ্যাসোসিয়েশন। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ‘ব্রুনাই শ্রমবাজারের সংকট ও সিন্ডিকেট দুর্নীতির বিরুদ্ধে’ আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনটি এ দাবি জানায়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ব্রুনাই রিক্রুটমেন্ট এজেন্সিস অ্যাসোসিয়েশনের সভাপতি ইকরাম চৌধুরী বলেন, ব্রুনাই বেসরকারিভাবে লোক পাঠাতে না দেওয়া বায়রা সদস্যদের মৌলিক অধিকার হরণের শামিল। এ সিদ্ধান্ত বাতিলের জন্য এবং বোয়েসেলের পাশাপাশি আমরা যারা বায়রা সদস্য আছি, তাদেরকেও ব্রুনাই দারুসসালামে শ্রমিক পাঠানোর অনুমতি দেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা, সচিব, বিএমইটি’র ডিজির সঙ্গে দেখা করে আমাদের দাবি উত্থাপন করেও কোনও সুবিচার পাইনি। বোয়েসেল চাহিদা পূরণ করতে পারছে না উল্লেখ করে তিনি বলেন, ব্রুনাই দারুসালামে প্রচুর কর্মীর চাহিদার বিপরীতে বোয়েসেল মাত্র ২ শতাংশ শ্রমিক পাঠাতে সক্ষম হয়। এঅবস্থায়, ব্রুনাই দারুসসালামের সুন্দর বাজারটি বোয়েসেলের সরকারি ব্যবস্থাপনার জন্য হাতছাড়া হয়ে বাংলাদেশ হারাতে যাচ্ছে রেমিট্যান্স। দেশ ও জাতির কল্যাণে ও স্বার্থে এ অচলাবস্থা নিরসনে সরকারি আমলাতন্ত্রের বিরুদ্ধে ‘ব্রুনাই রিক্রুটমেন্ট এজেন্সিস অ্যাসোসিয়েশন (বিআরএএ)’ এর পক্ষ থেকে দেশ ও জাতিকে বিষয়টি মিডিয়ার মাধ্যমে অবহিত করার লক্ষ্যে আমাদের এই সংবাদ সম্মেলন।