ঢাকা বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

জুনে ধর্ষণের শিকার ৬৫ নারী-শিশু, হত্যা ৬৮

জুনে ধর্ষণের শিকার ৬৫ নারী-শিশু, হত্যা ৬৮

সদ্যবিদায়ী জুনে সারাদেশে ৬৫ জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছেন। তাদের মধ্যে ১৮ বছরের কম বয়সি ৪৩ জন এবং ১৮ বছরের বেশি বয়সি ২২ জন। ঘটনাগুলোর মধ্যে আটটি সংঘবদ্ধ ধর্ষণ রয়েছে। এছাড়া তিনজনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এছাড়া আরও সাতজনকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগ রয়েছে। গতকাল বাংলাদেশ মহিলা পরিষদের মাসিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। দেশের বিভিন্ন দৈনিক পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল ও টেলিভিশনে প্রকাশিত এবং প্রচারিত তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করেছে সংগঠনটি।

প্রতিবেদনের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, সদ্য সমাপ্ত জুনে সারাদেশে মোট ২০৩ জন নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছেন। তার মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৬৫ জন। প্রতিবেদনে নারী ও শিশু নির্যাতনের আরও যেসব ঘটনা উঠে এসেছে, তার মধ্যে উত্ত্যক্তের ঘটনা তিনটি, উত্ত্যক্তের কারণে আত্মহত্যা দুজনের, এসিডদগ্ধ হয়ে মারা গেছেন একজন। এছাড়া যৌতুকের কারণে একজনকে নির্যাতন এবং অগ্নিদগ্ধে দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া জুনে পারিবারিক সহিংসতায় আহত হয়েছেন ছয়জন, হত্যার ঘটনা ঘটেছে ৬৮টি। রহস্যজনক মৃত্যু ১১টি, আত্মহত্যা ২২টি। অপহরণ দুটি, বাল্যবিয়ে দুটি, সাইবার ক্রাইম একটি এবং অন্যভাবে নির্যাতনের শিকার ৯ জন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত