ঢাকা বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

১ মিনিট ইন্টারনেট ব্ল্যাকআউট কর্মসূচি বাতিল করল সরকার

১ মিনিট ইন্টারনেট ব্ল্যাকআউট কর্মসূচি বাতিল করল সরকার

জুলাই ‘পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালার অংশ হিসেবে ঘোষিত ১ মিনিটের প্রতীকী ‘ইন্টারনেট ব্ল্যাকআউট’ কর্মসূচি বাতিল করেছে সরকার।

গতকাল বৃহস্পতিবার সকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন। ফারুকী লেখেন, জুলাই কোমেমোরেশন প্রোগ্রামের একটি কর্মসূচি নিয়ে আমাদের শুরু থেকেই কিছুটা দ্বিধা ছিল। ‘১ মিনিট ইন্টারনেট ব্ল্যাকআউট’ নিয়ে দলীয়ভাবে একাধিকবার সিদ্ধান্ত পরিবর্তন করেছি। অনেকেই মনে করছিলেন, এটি তেমন ভালো ধারণা নয়।

তিনি আরও জানান, নানা আলোচনা ও মতামতের পর আমরা নিজেদের মধ্যে দ্রুত সভা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি—এই কর্মসূচি বাতিল করা হয়েছে। সংশোধিত পরিকল্পনা অনুযায়ী, বাকি সব কর্মসূচি আগের মতোই অপরিবর্তিত থাকবে। ‘পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালা জুলাই ২০২৪-এর ছাত্র-জনতার আন্দোলনের স্মরণে আয়োজন করা হচ্ছে। ওই সময় ১৮ জুলাই রাত ৯টায় তৎকালীন আওয়ামী লীগ সরকার হঠাৎ সারাদেশে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়। সরকারের সেই পদক্ষেপ দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া ও সমালোচনার জন্ম দেয়।

২০২৫ সালের ‘জুলাই পুনর্জাগরণ’-এ একই দিন এক মিনিটের জন্য মোবাইল ইন্টারনেট বন্ধ রাখার

সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যা প্রতীকী প্রতিবাদ হিসেবে দেখানো হচ্ছিল। তবে নানা বিতর্কের মুখে অবশেষে কর্মসূচিটি বাতিল করা হলো।

ফারুকী তার পোস্টে সবার মতামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে লেখেন, লেটস রিকানেক্ট, রিগ্রুপ অ্যান্ড রিইগনাইট দ্য ভেরি জুলাই ফায়ার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত