কক্সবাজার জেলা কারাগারে বন্দিদের নিয়ে মধুমাস উদযাপন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা কারাগারের অভ্যন্তরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ২৪৮৪ জন বন্দির মাঝে ১০০০ কেজি আম এবং ১০০ পিচ কাঁঠাল বিতরণ করা হয়। এ ছাড়া কারাগারে ১৫০ জন কর্মকর্তা কর্মচারীদের মাঝেও বিতরণ করা হয় আম, কাঁঠাল ও নানা ফলমূল।
এ অনুষ্ঠানে জেল সুপার জাবেদ মেহেদি, জেলার আবু মুছা ও ডেপুটি জেলার নোবেল দেবসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। জেলার আবু মুছা বলেন, কক্সবাজার জেলা কারাগারে বন্দির ধারণ ক্ষমতা রয়েছে ৮৩০ জন। কিন্তু বন্দি রয়েছে ৩ গুণ। জেল কর্তৃপক্ষ মধুমাস উপলক্ষে বন্দিদের ফলমূল খাওয়ার ব্যবস্থা করেছে।