তিন জেলায় সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বিভিন্ন সময়ে দুর্ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো তথ্য:
পাবনা : সাঁথিয়ায় ঢাকা-পাবনা মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। নিহত তিনজন বাসের ভেতরে সামনের দিকে বসা যাত্রী ছিলেন।
গতকাল ভোর সাড়ে ৫টার দিকে আতাইকুলা থানার বনগ্রাম বাজারের পূর্বপাশে বহলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজনের নামণ্ডপরিচয় জানা গেছে। তারা হলেন- পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুরা কালীদরপাড়া গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে মনসুর আলী (৪০) সুজানগর উপজেলার শান্তিপুর গ্রামের মৃত হাশেম মোল্লার ছেলে আবেদ আলী (৩৮)। আরেকজনের পরিচয় এখনও জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ‘পাবনা এক্সপ্রেস’ নামের বাসটি নারায়ণগঞ্জ থেকে পাবনা ফিরছিল। চালক ঘুম ঘুম ভাব নিয়ে বাস চালাচ্ছিলেন। পথে আতাইকুলার বনগ্রাম বাজারের পূর্বপাশে বহলপুর পৌঁছালে অন্যদিক থেকে আসা পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন দুজন। পরে আরেকজন নিহত হন। মাধপুর হাইওয়ে পুলিশের ওসি মোস্তাফিজুর রহমান বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। বাসচালক ঘুম ঘুম ভাব নিয়ে চালাচ্ছিলেন। মূলত এ কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ট্রাক তার সঠিক পথেই ছিল। বাসের ভেতরে সামনের দিকের যাত্রী যারা ছিলেন তাদের তিনজনই নিহত হয়েছেন। দুটি গাড়ির কোনোটির চালক বা অন্যান্যদের খুঁজে পাওয়া যায়নি।
কক্সবাজার : চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে দুইজন নিহত এবং আটজন আহত হয়েছেন। গতকাল ভোরে দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান, হাইওয়ে পুলিশের চিরিঙ্গা থানার পরিদর্শক মো. আরিফুল আমিন। তবে হতাহতদের নাম ও পরিচয় নিশ্চিত করতে পারেননি তিনি। স্থানীয়দের বরাতে আরিফুল আমিন বলেন, চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকায় কক্সবাজারমুখী যাত্রীবাহী হানিফ পরিবহন সার্ভিসের একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারায়। এতে বাসটি সড়কের পাশে খাদে পড়ে পুকুরে ডুবে যায়। ঘটনাস্থলে দুইজনের মৃত্যু এবং আটজন আহত হয়েছেন। পরে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
সাতক্ষীরা : সাতক্ষীরায় দ্রুতগতির একটি পিকআপের চাকায় পিষ্ট হয়ে মাদুর ব্যবসায়ী এক বৃদ্ধ (৬৫) নিহত হয়েছেন। গতকাল সকালে সকালে সাতক্ষীরা-আশাশুনি সড়কের দোহাকুলার মোড়ে হেলালের ভাটার সামনে এই ঘটনা ঘটে। স্থানীয় জনতা ঘাতক পিকআপটি আটক করেছে। সদর থানার ওসি শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত বৃদ্ধের পরিচয় পাওয়া যায়নি। পিকআপটি আটক করা হয়েছে। তবে এর চালক পালিয়ে যায়।