দিনাজপুরের কালীতলা এলাকায় বসতবাড়িতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় শিশু ও নারীসহ আটজন অগ্নিদগ্ধ হয়েছেন। এ ঘটনায় আহতদের মধ্যে একাধিক গুরুতর আহত এবং তাদের সবাইকে চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার বিকাল সোয়া ৩টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় গুরুতর দগ্ধ একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তরিত করা হয়েছে। আহতরা হলেন- কালীতলা এলাকার মনসুর আলী ছেলে মাহবুব রহমান, তার স্ত্রী রুবিনা বেগম, ছেলে রাইয়ান রহমান, ফয়জুর রহমানের স্ত্রী হামিদা খাতুন, মনিরুল ইসলাম বুলুর স্ত্রী শিরিন, মনিরুল ইসলামের ছেলে স্বচ্ছ, মৃত কুমিরুদ্দিনের ছেলে শাহজাহান, মুক্তি (৪৮) ও গ্যাস সিলিন্ডার মিস্ত্রি রিয়াদ। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডাক্তার ইসরাত রূপালী জানান, অগ্নিদগ্ধ হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ বছরের কিশোরসহ মোট আটজন ভর্তি হয়েছেন।