ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

হত্যা মামলার আসামি

ইন্টারপোলের মাধ্যমে দুবাই থেকে গ্রেপ্তার

ইন্টারপোলের মাধ্যমে দুবাই থেকে গ্রেপ্তার

নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ খান হত্যা মামলার অন্যতম আসামি মহসিন মিয়াকে (৪৬) ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) নরসিংদীর পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) এস এম মোস্তাইন হোসেন এই তথ্য জানান।

এর আগে গত রোববার তাকে গ্রেপ্তারের পর সোমবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন মহসিন মিয়া। গ্রেপ্তার মহসিন মিয়া শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের পূর্ব সৈয়দনগর এলাকার মৃত আয়েশ আলীর ছেলে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত