মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষক মাসুকা বেগমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিমানবাহিনী। গতকাল শুক্রবার বেলা সোয়া দুইটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামে শ্রদ্ধা জানানো হয়। এ ছাড়া বিএনপির পক্ষ থেকেও তাঁর কবর জিয়ারত করেছেন কয়েকজন নেতা-কর্মী। দুপুরে স্কোয়াড্রন লিডার মশিউর রহমানের নেতৃত্বে বিমানবাহিনীর ১০ সদস্যদের একটি দল সোহাগপুর গ্রামে পৌঁছায়। পরে তারা কবরে ফুলের তোড়া দিয়ে সালাম প্রদর্শনের পাশাপাশি মাসুকার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন। মশিউর রহমান বলেন, ‘মাসুকা নিজের জীবন বাজি রেখে অনেক শিশুর জীবন রক্ষা করেছেন এবং তাঁর নিজের জীবন উৎসর্গ করেছেন। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা তাঁর পরিবারের প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করছি। আমি নিশ্চিত তাঁর এই মহান আত্মত্যাগ দেশবাসী মহান শ্রদ্ধা ভরে চিরকাল স্মরণ রাখবেন। বিমানবাহিনী সব সময় তাঁর পরিবারের পাশে আছে।’ বিমান দুর্ঘটনার তদন্তের বিষয়ে মশিউর রহমান সাংবাদিকদের বলেন, ‘এ ব্যাপারে কার্যক্রম চলমান। তদন্ত শেষে আপনাদের জানানো হবে। বিমানবাহিনীর দল কাজ করছে।’ দুপুরে জুমার নামাজের পর বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এবং কেন্দ্রীয় বিএনপির অর্থনীতিবিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন নেতা-কর্মীদের নিয়ে সোহাগপুর গ্রামে যান। সেখানে মাসুকার কবর জিয়ারত করে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন তাঁরা। শহীদ উদ্দিন চৌধুরী বলেন, এই দুর্ঘটনাকে কেন্দ্র করে আবার অপরাজনীতি শুরু করেছে ফ্যাসিস্টরা। পরিস্থিতি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তারা আরেকটি ষড়যন্ত্র শুরু হয়েছে। পরিস্থিতিকে ঘোলাটে করে রাজনৈতিক ফায়দার লুটের জন্য তারা এসব করছে।