ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

লাল চাঁদ হত্যাকাণ্ড

তদন্তে বিচারিক কমিশন গঠন চেয়ে রিট কার্যতালিকা থেকে বাদ

তদন্তে বিচারিক কমিশন গঠন চেয়ে রিট কার্যতালিকা থেকে বাদ

মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর ফটকের সামনে রাস্তার ওপর ব্যবসায়ী লাল চাঁদকে নৃশংসভাবে হত্যার একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছিল। ৯ জুলাই ২০২৫ বিকেলে হত্যাকাণ্ডটি ঘটে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর ফটকের সামনে রাস্তার ওপর ব্যবসায়ী লাল চাঁদকে নৃশংসভাবে হত্যার একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছিল।

ভাঙারি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে হত্যার ঘটনা তদন্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিচারিক কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিট কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার রিটটি কার্যতালিকা থেকে বাদ দেন।

লাল চাঁদকে নৃশংসভাবে হত্যার ঘটনা তদন্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিচারিক কমিশন গঠন ও হত্যাকাণ্ডে সরাসরি জড়িত প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ ১৩ জুলাই রিটটি করেন। পরদিন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চের কার্যতালিকায় ওঠে। সেদিন (১৪ জুলাই) শুনানি নিয়ে ওই দ্বৈত বেঞ্চ কার্যতালিকা থেকে বিষয়টি ডিলিট (বাদ দেন) করে দেন। এরপর বিচারপতি হাবিবুল গনির নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চে রিটটি দাখিল করেন রিট আবেদনকারী। আজ রিটটি আদালতের কার্যতালিকায় ৮৯ নম্বর ক্রমিকে ওঠে।

আদালতে রিটের পক্ষে আবেদনকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ নিজে শুনানিতে ছিলেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মহাদ্দেস-উল-ইসলাম। পরে আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, ‘আসামি গ্রেপ্তার হয়েছেন ও তদন্ত চলছে উল্লেখ করে আদালত রিটটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন। আগামী সপ্তাহে হাইকোর্টের অপর কোনো বেঞ্চে রিটটি উপস্থাপন করা হবে।’ রাজধানীর মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) হাসপাতালের সামনে ব্যস্ত সড়কে ৯ জুলাই লাল চাঁদকে হত্যা করে একদল লোক। পিটিয়ে, ইট-পাথরের খণ্ড দিয়ে আঘাত করে তার মাথা ও শরীরের বিভিন্ন অংশ থেঁতলে দেওয়া হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত