
বিগত সময়ে শাহবাগ কায়েম করে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনকে শাহবাগীরা বৈধতা দিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েম। গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে চলমান শিবিরের তিনদিনব্যাপী প্রদর্শনীর দ্বিতীয় দিনে ‘জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী ছাত্র রাজনীতি ও ডাকসু নির্বাচন’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এর আগে, প্রদর্শনীতে জামায়াত নেতাদের ছবিকে কেন্দ্র করে গতকাল সৃষ্ট উত্তেজনার মধ্যেও কর্মসূচি চালু রাখে সংগঠনটি। বিতর্কিত ছবি সরিয়ে সেখানে যুদ্ধাপরাধ ইস্যুতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উক্তি ও সেসময়কার স্কাইপ কেলেঙ্কারির ছবি স্থাপন করে শিবির। সাদিক কায়েম বলেন, যারা আমাদের শত্রু মনে করে তারা আগের ধারার ছাত্ররাজনীতি ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করছে, যেটা পুরো ছাত্রসমাজকে অনেক বেশি হতাশ করছে। বিগত সময়ে বাংলাদেশে যে ফ্যাসিবাদী শাসনব্যবস্থা ছিল, হাসিনাকে যারা হাসিনা বানিয়েছে, তারাই এখন বিরোধিতা করছে।