ঢাকা মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে সন্ত্রাসী আটক

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে সন্ত্রাসী আটক

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২, ভোলায় কোস্ট গার্ডের অভিযানে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৫ রাউন্ড তাজা গোলা ও জাল নোটসহ একজন কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

গতকাল সোমবার সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামণ্ডউল-হক এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার বিকাল ৫টায় কোস্ট গার্ড স্টেশন ইলিশা কর্তৃক ভোলা সদর থানাধীন মাঝেরচর সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৫ রাউন্ড তাজা কার্তুজ এবং ৮ হাজার টাকার জাল নোটসহ মো. আরমানকে আটক করা হয়। তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত