দেশের নির্বাচিত ১৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের জন্য শুরু হতে যাচ্ছে ‘ফিডিং কর্মসূচি’। এটি বাস্তবায়ন করতে ২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের হালনাগাদ ও নির্ভুল তথ্য চেয়ে জরুরি নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।
গত রোববার প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব মোহাম্মদ হারুন অর রশীদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়। আদেশে বলা হয়েছে, ফিডিং কর্মসূচি বাস্তবায়নের আওতায় থাকা সব বিদ্যালয়ের শিক্ষার্থীদের এবং সংশ্লিষ্ট জেলা ও উপজেলা কর্মকর্তাদের নির্ধারিত ছকে তথ্য সংগ্রহ করে দ্রুত জমা দিতে হবে। তথ্য পাঠানোর সময়সীমা আগামী ৩০ জুন। জেলা প্রাথমিক
শিক্ষা অফিসারদের (কক্সবাজার ও বান্দরবান জেলা ব্যতীত) জরুরি ভিত্তিতে হালনাগাদ তথ্য প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৩০ জুনের মধ্যে শিক্ষার্থীদের ও কর্মকর্তাদের তথ্যসংবলিত ছক পূরণ করে ইমেইলে (infogpsfp@dpe.gov.bd) পিডিএফ কপি ও সফট কপি (এমএস এক্সেল ফরমেটে, নিকোশবেন ফন্টে) এবং এর হার্ড কপি পাঠাতে হবে।
১৫০টি উপজেলায় প্রকল্প বাস্তবায়ন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে এই মেগাপ্রকল্প বাস্তবায়িত হচ্ছে। দেশের ৮টি বিভাগের ৬২টি জেলার ১৫০টি উপজেলাকে এই প্রকল্পের আওতাভুক্ত করা হয়েছে। তবে ভৌগোলিক ও অন্যান্য বিবেচনায় কক্সবাজার ও বান্দরবান জেলা এই প্রকল্পের আওতার বাইরে থাকছে। এই কর্মসূচির সফল বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব কর্মকর্তাকে দায়িত্বশীলভাবে তথ্য প্রেরণের জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। প্রকল্প পরিচালক, উপ-প্রকল্প পরিচালক এবং সহকারী প্রকল্প পরিচালক নিয়মিতভাবে তথ্য প্রেরণের বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।