ঢাকা বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

উত্তরায় ট্রাকচাপায় তিন পথচারী নিহত

মাইক্রোবাস-মোটরসাইকেল মুখোমুখি, নিহত দুই
উত্তরায় ট্রাকচাপায় তিন পথচারী নিহত

রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় পাথরবোঝাই একটি ট্রাকের চাপায় তিন পথচারী নিহত হয়েছেন। গত শনিবার দিবাগত রাত ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অমিত, ব্যবসায়ী নাসিমুল হক ও জাবেদ আলী।

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, পাথরবোঝাই ট্রাকটি ময়মনসিংহ থেকে ঢাকা আসছিল। আজমপুর এলাকায় এসে ট্রাকটি রাস্তা পার হওয়া তিনজন পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। ঘটনার পর ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়েছে বলে জানান ওসি গোলাম মোস্তফা। নিহত তিনজনের লাশ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ। এ ঘটনায় মামলা করা হবে। এদিকে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের বিপরীত পাশের সড়কে একটি মাইক্রোবাস ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। গতকাল রোববার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) জান্নাতুল ফেরদৌস বাদশা বলেন, গতকাল রোববার ভোর সাড়ে ৩টার দিকে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের বিপরীত পাশের সড়কে একটি মাইক্রোবাস ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় দুই তরুণকে উদ্ধার করা হয়। তাঁদের একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও অপরজনকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এসআই বাদশা আরও বলেন, ধারণা করা হচ্ছে নিহত দুজনই মোটরসাইকেলের আরোহী ছিলেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ পরিচয় শনাক্তের চেষ্টা করছে।

পুলিশের এই উপ-পরিদর্শক বলেন, দুর্ঘটনার স্থানটি কাফরুল থানা এলাকায় হওয়ায় ওই থানার পুলিশ ঘটনাটি দেখছে। মাইক্রোবাস ও মোটরসাইকেলটি থানা হেফাজতে রাখা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত