ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ফোনে দীর্ঘক্ষণ কথায় বিপদ

ফোনে দীর্ঘক্ষণ কথায় বিপদ

বর্তমান সময়ে মোবাইল ফোনে দীর্ঘক্ষণ কথা বলা অনেকের অভ্যাসে পরিণত হয়েছে। বন্ধুর সঙ্গে আলাপ হোক বা কর্মক্ষেত্রের আলোচনা, ঘণ্টর ঘণ্টা ফোনে কথা বলা শরীরে গুরুতর প্রভাব ফেলতে পারে। গবেষণায় দেখা গেছে, সপ্তাহে আধাঘণ্টার বেশি ফোনে কথা বললে রক্তচাপের ঝুঁকি প্রায় ১২ শতাংশ বাড়তে পারে। বিশ্বজুড়ে ১০ বছরের বেশি বয়সিদের প্রায় এক-তৃতীয়াংশেরই মোবাইল ফোন রয়েছে। মোবাইল থেকে নির্গত রেডিও ফ্রিকোয়েন্সি শরীরে উচ্চ রক্তচাপের সম্ভাবনা বাড়ায়, যা হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং অকাল মৃত্যুর মতো ঝুঁকি বাড়াতে পারে। চীনের গুয়ানঝাউয়ের একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় উঠে এসেছে, মানুষের হার্টের সুস্থতা ফোনে কতক্ষণ কথা বলার ওপর নির্ভর করে। ইউরোপিয়ান হার্ট জার্নাল ডিজিটাল হেলথ এই তথ্য প্রকাশ করেছে। গবেষণায় ৩৭ থেকে ৭৩ বছরের ২,১২,৪৬৬ জনের ওপর সমীক্ষা করা হয়। দেখা গেছে, যারা প্রতি সপ্তাহে ৩০ মিনিট বা তার বেশি ফোনে কথা বলেন, তাদের মধ্যে ১২ শতাংশের উচ্চ রক্তচাপের সমস্যা দেখা যায়। যারা সপ্তাহে ৪-৫ ঘণ্টা ফোনে কথা বলেন, তাদের ঝুঁকি প্রায় ২৫ শতাংশ। তবে দীর্ঘদিন ধরে মোবাইল বা হ্যান্ডসফ্রি ব্যবহারকারীদের ঝুঁকি এখনও স্পষ্টভাবে নির্ধারণ করা যায়নি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত