ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ডাকাতির প্রস্তুতিকালে আটক তিন

ডাকাতির প্রস্তুতিকালে আটক তিন

রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন প্রবেশ গেটের উত্তর পাশ থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মো. রনি (২৯), মো. হুমায়ুন কবির (২৫) ও মো. আনোয়ার (৪০)।

বিষয়টি নিশ্চিত করে গতকাল শুক্রবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, শাহবাগ থানার একটি টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে শিখা চিরন্তন প্রবেশ গেটের উত্তর পাশ থেকে অস্ত্রসহ তিনজনকে আটক করেছে।

এ সময় তাদের সঙ্গে থাকা আরো কয়েকজন দৌড়ে পালিয়ে যায়। আটককৃতদের কাছে থেকে দুটি স্টিলের সুইচ গিয়ার চাকু ও একটি স্টিলের চাকু জব্দ করা হয়। তালেবুর রহমান আরো বলেন, আটককৃতরা পেশাদার ডাকাত ও ছিনতাইকারী দলের সদস্য। তারা ডাকাতির উদ্দেশে একত্রিত হয়েছিল। এ ঘটনায় শাহবাগ থানায় মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত