রংপুরের তিস্তা রেল সেতু এলাকায় তিস্তা নিয়ে করণীয় শীর্ষক গণশুনানিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার পররাষ্ট্রনীতির ক্ষেত্রে শিরদ্বারা উঁচু করে দাঁড়িয়েছে। তিস্তা চুক্তি বাস্তবায়নে, তিস্তা নদীর পানির হিস্যার ক্ষেত্রে ভারতের সাথে মাথা উঁচু করে কথা বলবে। সেইসঙ্গে আন্তর্জাতিক পানি আইনের ভিত্তিতে কুটনৈতিক চাপ সৃষ্টি করা হবে, যাতে ভারত বাধ্য হয় এই চুক্তিতে স্বাক্ষর করতে। গতকাল রোববার তিস্তা রেল সেতু এলাকায় তিস্তা নিয়ে করণীয় শীর্ষক গণশুনানিতে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, বিগত সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে তারা শুধু ভারতে গিয়ে প্রধানমন্ত্রীর সাথে ছবি তুলেছে, কিন্তু তিস্তা নদীর কথা বলার সাহস পায়নি। তিস্তার পানি ন্যায্য হিস্যা আদায়ে একটি খসড়া নিয়ে বাংলাদেশ ২০১১ সাল থেকে ঘুরে বেড়াচ্ছে।