ঢাকা রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

রাবিতে দুই নতুন বাসের যাত্রা শুরু

রাবিতে দুই নতুন বাসের যাত্রা শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরিবহন সুবিধা বাড়ানোর লক্ষ্যে শিক্ষকদের জন্য আরো দুটো নতুন বাস চালু করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব প্রশাসন ভবন চত্বরে বাসগুলোর যাত্রা উদ্বোধন করেন। রাবির নিজস্ব অর্থায়নে সংগৃহিত ৩০ আসন বিশিষ্ট এই বাস দুটোসহ মোট বাসের সংখ্যা দাঁড়ালো ৪৪টি। বাস দুটো উদ্বোধনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার প্রমুখ।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন ২০২৪ সালের সেপ্টেম্বরে দায়িত্ব গ্রহণের পর পরিবহন সমস্যা সমাধানে যে পরিকল্পনা করেন তার আওতায় নতুন এ দুটো বাস সংগ্রহ করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত