ঢাকা রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

ট্রাব অ্যাওয়ার্ড পেলেন ডন

ট্রাব অ্যাওয়ার্ড পেলেন ডন

টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) অ্যাওয়ার্ড পেলেন সংগীতশিল্পী এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। দেশের ক্রীড়াবান্ধব করপোরেট প্রতিষ্ঠান ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন ডন। জনপ্রিয় এই ক্রীড়া সংগঠক ওয়ালটনের মাধ্যমে দেশের অবহেলিত ফেডারেশনগুলোকে পৃষ্ঠপোষকতা করে নিজেকে এবং নিজ প্রতিষ্ঠানকে যেমন অনন্য উচ্চতায় নিয়ে গেছেন, তেমনি গানের ভুবনে পা রেখে একের পর এক সাফল্যের পদচিহ্ন এঁকে চলেছেন।

সংগীতে অসামান্য অবদানস্বরূপ ট্রাব অ্যাওয়ার্ডে ভূষিত হন ডন। এর মাধ্যমে নামের পাশে সাফল্যের আরো একটি পালক যুক্ত হলো। গত শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ডনের হাতে এই পুরস্কার তুলে দেয়া হয়। সংগীত বিভাগে ডন ছাড়াও সায়েরা রেজা, শাহরিয়ার রাফাত, ইথুন বাবু, এফএ সুমনের মতো জনপ্রিয় শিল্পীরাও এই পুরস্কারে ভূষিত হয়েছেন। চলচ্চিত্র বিভাগে আজীবন সম্মাননা দেয়া হয় আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, আনোয়ারা বেগম ও মিশা সওদাগরকে। এছাড়া মেহজাবীন চৌধুরী, কুসুম সিকদার, রোশান, আনিকা কবির শখ, মিথিলা, রাশেদ মামুন অপু, ইমন, সাদিয়া জাহান প্রভাকে পুরস্কার দেয়া হয়। পুরস্কার প্রাপ্তির পর অভিব্যক্তি প্রকাশ করে কণ্ঠশিল্পী ডন বলেন, ‘সংগীতে এটাই প্রথম নয়, এর আগেও একাধিক পুরস্কার পেয়েছি। তবে এবারের পুরস্কার আমাকে সংগীতের প্রতি আরো বেশি উৎসাহিত করবে। নতুন কিংবা মৌলিক গান সবাইকে উপহার দেয়ার ব্যাপারে আগ্রহী করে তুলবে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত