বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (বাস্থই) এর নব-নির্বাচিত ২৬তম নির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠান ও ২৫তম নির্বাহী পরিষদের বিদায় সংবর্ধনা গত শনিবার আগারগাঁওস্থ বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (বাস্থই) কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এদিন সন্ধ্যা ৬টায় শুরু হয়ে, এই অনুষ্ঠানে বাস্থই’র নব-নির্বাচিত ২৬তম নির্বাহী পরিষদ, বিদায়ী ২৫তম নির্বাহী পরিষদ, প্রাক্তন সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, বিভিন্ন মেয়াদের নির্বাহী পরিষদ সদস্য এবং বাস্থই নির্বাচন ২০২৪ এর নির্বাচন কমিশনাররাসহ বাস্থই’র সাধারণ স্থপতি সদস্যরা অংশগ্রহণ করেন। গৃহায়ন ও গণপূত উপদেষ্টা আদিলুর রহমান খান অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে ২৬তম নির্বাহী পরিষদের সদস্যদেরকে শপথ পাঠ করান। ২৬তম নির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠান ও ২৫তম নির্বাহী পরিষদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আয়োজক কমিটির আহবায়ক স্থপতি খান মো. মাহফুজুল হক জগলুলের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সূচনা হয়। এর পর বক্তব্য রাখেন বিদায়ী ২৫তম নির্বাহী পরিষদের সভাপতি স্থপতি প্রফেসর ড. খন্দকার সাব্বির আহমেদ। বিদায়ী সভাপতির বক্তব্যের পর, ২৫তম নির্বাহী পরিষদের সদস্যদেরকে সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে বিদায় সংবর্ধনা জানানো হয়।