গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের লক্ষ্যে তিতাস গ্যাসের আওতাধীন ডেমরা, কেরানীগঞ্জ, কামরাঙ্গীরচর, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, সাভার, টঙ্গী, গাজীপুর, ধানমন্ডি, মিরপুর, গুলশান, ময়মনসিংহ, মেঘনাঘাট ও নরসিংদী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট-এর নেতৃত্বে এবং কোম্পানির জনবল দ্বারা অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে গত ৯ ফেব্রুয়ারি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব ফজলে ওয়াহিদের নেতৃত্বে তিতাস গ্যাস টিএন্ডডি পিএলসির আওতাধীন মেট্রো ঢাকা বিপণন বিভাগ-২-এর সার্বিক সহযোগিতায় ব্রাহ্মণকিত্তা ও খাগাইল, কেরানীগঞ্জ মডেল থানা এলাকার ৩টি স্পটে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে একটি অভিযান পরিচালনা করা হয়েছে। ১ম স্পট ব্রাহ্মণকিত্তা এলাকায় একটি নাম বিহীন খানাডুলি কারখানা যার হিটিং চেম্বার -০২টি, লোড -৪৫০ঘনফুট/ঘণ্টা, ২য় স্পট খাগাইল এলাকায় নাম বিহীন খানাডুলি কারখানা যার হিটিং চেম্বার -০৪টি, লোড- ৫৫০ঘনফুট/ঘণ্টা এবং ৩য় স্পট খাগাইল এলাকায় নাম বিহীন কেচি কারখানা যার ভাট্টী-০১টি, লোড -৮০০ ঘনফুট/ঘণ্টা।
উক্ত অভিযানে মোট ৩/৪ ইঞ্চি পাইপ ১৩০ ফুট, বুস্টার /কম্প্রেসার ৫টি, হোস পাইপ-আনুমানিক -২৫০ ফুট, হিটিং চেম্বারের বানার বার্নার -৬ সেট (বার বার্নার ৪০টি) জব্দ করা হয়। এছাড়া- ১৮০০ ঘনফুট/ঘণ্টা গ্যাস সাশ্রয় এবং সাশ্রয়কৃত গ্যাসের মূল্য দৈনিক আনুমানিক ১৫,৮৫৬ টাকা। এছাড়া একই দিন জোবিঅ-আশুলিয়া অধীন সিএনজি গ্রাহক মেসার্স মিজান সিএনজি (৭৩৮/৮৩৮০০০৬১৮) নামক প্রতিষ্ঠানে কম্প্রেসর এবং ক্যাপটিভ পাওয়ার রানের মিটার দুইটিতে মূল সিল এবং সিকিউরিটি সিল নকল এবং পুনঃস্থাপন পাওয়ায় তাৎক্ষণিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এতে লোড অনুযায়ী মাসিক ১,৫০,০০,০০০ টাকার গ্যাস সাশ্রয় হবে। উল্লেখ্য, সেপ্টেম্বর, ২০২৪ হতে গত ৯ ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত অভিযান পরিচালনা করে ১৮১টি শিল্প, ১০০টি বাণিজ্যিক ও ২২,৩৭৫টি আবাসিকসহ মোট ২২,৬৫৬টি অবৈধ গ্যাস সংযোগ ও ৫১,৬০৮টি বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে।