ঢাকা আহ্ছানিয়া মিশন সব কর্মীদের সংস্থার নীতি, মিশন, ভিশন ও মূল্যবোধের আলোকে দৈনন্দিন কাজে সবোর্চ্চ মান বজায় রাখতে কর্মীদের দক্ষতা উন্নয়নের জন্য বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করে থাকে। এর অংশ হিসেবে গতকাল সকালে মিশনের স্বাস্থ্য সেক্টর কার্যালয়ে নতুন নিয়োগপ্রাপ্ত সহকর্মীদের সঙ্গে প্রটেকশন ফ্রম সেক্সুয়াল হ্যারাসমেন্ট, এক্সপোলয়টেশন এন্ড এবিউজ এবং চাইল্ড সেইফ গার্ডিং পলিসি বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়। ওরিয়েন্টেশন সেশনটি উদ্ভোধন করেন স্বাস্থ্য সেক্টর, ঢাকা আহ্ছানিয়া মিশনের ডিপুটি ডিরেক্টর জনাব মোকলেসুর রহমান।
তিনি বলেন, ‘ঢাকা আহ্ছানিয়া মিশন এমন একটি কর্ম পরিবেশ তৈরি করতে প্রতিশ্রুতি বদ্ধ যেখানে মিশনের সঙ্গে জড়িত সব সদস্য, কর্মী, পরামর্শক, স্বেচ্ছাসেবক, অংশিদার এবং বিভিন্ন কর্মসূচির অংশগ্রহণকারী সব এর নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করা যাতে তারা বৈষম্য, হয়রানী, যৌন নিপিড়ন, নির্যাতনের মতো কোনো হুমকি বা আচরণের সম্মখীন না হয়। ওরিয়েন্টেশনে সেশন পরিচালনা করেন স্বাস্থ্য সেক্টরের সেফগাডিং কমিটির ফোকাল ও প্রজেক্ট ম্যানেজার মাহফিদা দীনা রুবাইয়া এবং সিনিয়র হিউম্যান রিসোস অফিসার জনাব সাম্মিয়া সাকিন, মো. শরিফুল ইসলাম, কো-ফোকাল এবং প্রোজেক্ট কোঅডিনেটর। উক্ত ওরিয়েন্টেশনে মোট ১৬ জন সহকর্মী অংশ নেয়।