‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব, ২০২৫ উপলক্ষে রংপুর শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে তারণ্যের উৎসব, ২০২৫ উদ্যাপন সংক্রান্ত রংপুর বিভাগীয় কমিটির উদ্যোগে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে কর্মশালার উদ্বোধন করেন রংপুরের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর স্থানীয় সরকার বিভাগের পরিচালক মো. আবু জাফর।
প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, তরুণ প্রজন্ম আমাদের দেশের সম্পদ এবং তারাই দেশের ভবিষ্যৎ। তাদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা এবং অদম্য শক্তিই পারে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণ করতে। বাংলাদেশের ইতিহাস সাক্ষ্য দেয় যে, তরুণেরা সব সময় বড়ো পরিবর্তনের পথপ্রদর্শক।