ঢাকা রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

বিএনপিতে আদর্শবিরোধী অপতৎপরতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

বিএনপিতে আদর্শবিরোধী অপতৎপরতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

রাজশাহী মহানগর বিএনপির কিছু নেতাদের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ড ও দলের আদর্শবিরোধী অপচেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেন রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু। গতকাল রোববার বেলা ১১টার দিকে মহানগরীর একটি কনভেনশন সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করে এর প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাজশাহী মহানগরের বিভিন্ন পর্যায়ের সাবেক ও বর্তমান দায়িত্বশীল নেতারা দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ভাবে অংশগ্রহণ করেছেন এবং এজন্য সরকার দলীয় হামলা-মামলা, জেল-জুলুমের শিকার হয়েছেন। তিনি বলেন, বিগত ৫ আগস্ট ২০২৪ তারিখে বাংলাদেশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে অবৈধ সরকারের পতন ঘটে এবং একটি নতুন সূর্য উদিত হয়।

তিনি আরও জানান, ফ্যাসিবাদের মূল উৎপাটন হলেও তার দোসররা এখনও দলের ভেতরে অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। মহানগর বিএনপির কিছু নেতা আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসনের মাধ্যমে দলের আদর্শ ক্ষুন্ন করছেন। চাঁদাবাজি, সন্ত্রাস, ভূমি দখল, মাদক ব্যবসা ও প্রশাসনিক হস্তক্ষেপে জড়িত এমন ব্যক্তিদের পুনর্বাসনের অপচেষ্টা চলছে। তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও মহানগর বিএনপির কিছু নেতা তা অমান্য করে বেআইনি কর্মকাণ্ডে যুক্ত হয়েছেন। তৃণমূল নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে পুরনো পরীক্ষিত ও ত্যাগী নেতাদের কমিটি থেকে বাদ দেওয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনে পিন্টু অভিযোগ করেন, এইসব অনৈতিক কর্মকাণ্ডের পেছনে কেন্দ্রীয় বিএনপির কয়েকজন নেতার প্রত্যক্ষ মদদ থাকতে পারে বলেও সন্দেহ করা হচ্ছে। তিনি দলের ভাবমূর্তি রক্ষায় বিএনপির স্থায়ী কমিটি, মহাসচিব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করেন এবং দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। সংবাদ সম্মেলনে রাজশাহীর বিভিন্ন স্তরের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত