ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা চূড়ান্ত

জানালেন ধর্ম উপদেষ্টা
মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা চূড়ান্ত

দেশের মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, ২০১৫ সালের পে স্কেল অনুযায়ী যাতে ইমাম ও খতিবদের বেতন ভাতা দেওয়া হয় তা বেটিং করার জন্য অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছি। সেখান থেকে বেটিং হয়ে আসলে এটা আমরা উপদেষ্টা পরিষদে পাস করবো। আসলে আমরা সরকারি গেজেট করে দেবো। গতকাল বিকেলে জাতীয় হিফযুল কোরআন ও সিরাত প্রতিযোগিতা এবং প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের জাাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, আমাদের যে আড়াই লাখ থেকে তিন লাখ মসজিদ আছে সেগুলোর অধিকাংশ মসজিদই বেসরকারি। এছাড়া করপোরেটসহ অন্যান্য মসজিদে যাতে ২০১৫ সালের পে স্কেল অনুযায়ী বেতন ভাতা দেওয়া হয় সেজন্য আমরা চেষ্টা করবো। বেসরকারি মসজিদকে আমরা নীতিমালার আওতায় আনছি, জেলা প্রশাসক ও ইউএনওর তদারকির মাধ্যমে মসজিদের আর্থিক অবস্থা যদি ভালো হয় তাহলে পে স্কেল অনুযায়ী বেতন দিতে বাধ্য থাকবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত