ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) পরিচালনা পর্ষদের ৫০৬তম সভা গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ডেসকো বোর্ডের চেয়ারম্যান ও পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) মুহাম্মদ রফিকুল ইসলাম। সভায় ডেসকো’র ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ, এনডিসি, পিএসসি (অবঃ), পরিচালনা পর্ষদের পরিচালকরা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সভায় ডেসকো’র ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেট এবং ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদনসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি