নগরের পাহাড়তলীতে ইম্পেরিয়াল হাসপাতালে আইপিএস থেকে সৃষ্ট আগুনে পুড়েছে বেশ কিছু মালামাল। গতকাল ভোর ৪টার দিকে আগুনে হাসপাতালের প্রশাসনিক ভবনের নিচতলা ক্ষতিগ্রস্ত হয়। এসময় আতঙ্ক ছড়ালেও রোগীদের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপসহকারী পরিচালক আবদুর রাজ্জাক জানান, হাসপাতালের আইপিএস থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ২ ঘণ্টারও বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি জানান, আগুনে প্রশাসনিক ভবনের নিচতলায় রাখা মালামাল পুড়ে গেছে।