ঢাকা শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

টেকনাফে কোস্ট গার্ডের মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত

টেকনাফে কোস্ট গার্ডের মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত

টেকনাফে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধসামগ্রী বিতরণ করেছে কোস্ট গার্ড। গত সোমবার বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান। তিনি বলেন, গত সোমবার সকাল ১০টা হতে দুপুর ২টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম কর্তৃক কোস্ট গার্ড স্টেশন টেকনাফে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

মেডিকেল ক্যাম্পেইন চলাকালীন ২২৬ জন অসহায়, গরিব, দুস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধসামগ্রী প্রদান করা হয়। মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করেন মেডিকেল অফিসার সার্জন লেফটেন্যান্ট কমান্ডার নাঈম হাসান, এএমসি। তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত