
মালয়েশিয়ার পুত্রজায়াতে অনুষ্ঠিত আইএইউপি (IAUP) এশিয়া প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন ২০২৬-এ কী-নোট স্পিকার হিসেবে অংশগ্রহণ করেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান। গতকাল মঙ্গলবার পুত্রজায়া ম্যারিয়ট হোটেলে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক সম্মেলনের যৌথ আয়োজন করেছে ইন্টি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টস(IAUP)। ‘বিশ্বব্যাপী সংযোগ, সম্মিলিত প্রবৃদ্ধি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই সম্মেলনে এশিয়া-প্যাসিফিক অঞ্চলসহ বিশ্বের বিভিন্ন দেশের উপাচার্য, শিক্ষাবিদ, নীতিনির্ধারক এবং উচ্চশিক্ষা বিশেষজ্ঞরা অংশগ্রহণ করছেন। প্রধান বক্তা হিসেবে ড. মো. সবুর খান ‘উদ্যোক্তাবান্ধব বিশ্ববিদ্যালয় মডেল: একাডেমিয়া ও শিল্প খাতের মধ্যে সেতুবন্ধন গড়ে টেকসই আঞ্চলিক উন্নয়ন’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করছেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি