আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) আগামী ১৭ জানুয়ারি বৈশ্বিক অর্থনৈতিক আউটলুক প্রকাশ করবে। এতে স্থিতিশীল বৈশ্বিক প্রবৃদ্ধি এবং ক্রমাগত মুদ্রাস্ফীতি হ্রাসের পূর্বাভাস দেয়া হবে বলে জানিয়েছেন আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা। গত শুক্রবার তিনি সাংবাদিকদের এ কথা বলেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জর্জিয়েভা বলেন, যুক্তরাষ্ট্রের অর্থনীতি প্রত্যাশার তুলনায় ‘অনেকটাই ভালো’ করছে। তবে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বাণিজ্যনীতির কারণে উচ্চমাত্রার অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে, যা বৈশ্বিক অর্থনীতির সামনে বাধা সৃষ্টি করছে এবং দীর্ঘমেয়াদি সুদহার বাড়িয়ে দিচ্ছে। আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক বলেন, মার্কিন মূল্যস্ফীতি দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের লক্ষ্যমাত্রার কাছাকাছি নেমে এসেছে, শ্রমবাজারে স্থিতিশীলতার তথ্য পাওয়া গেছে এ অবস্থায় ফেডারেল রিজার্ভ আরও সুদহার কমানোর আগে আরো বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করতে পারে। তবে সামগ্রিকভাবে সুদহার ‘কিছুটা দীর্ঘ সময়ের জন্য’ উচ্চতরই থাকবে বলে অনুমান করা হচ্ছে। আইএমএফ ১৭ জানুয়ারি অর্থাৎ, ট্রাম্পের দায়িত্ব গ্রহণের কয়েক দিন আগে বৈশ্বিক অর্থনৈতিক আউটলুকের হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করবে। এ বছর বৈশ্বিক আউটলুক নিয়ে এই প্রথম ইঙ্গিত দিলেন জর্জিয়েভা, তবে তিনি কোনো নির্দিষ্ট পূর্বাভাস দেননি। গত বছরের অক্টোবরে আইএমএফ যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ব্রিটেনের ২০২৪ সালের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়েছিল। তবে চীন, জাপান এবং ইউরোজোনের জন্য কমিয়েছিল। মূলত চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ, সশস্ত্র সংঘাত এবং কঠোর আর্থিক নীতির ঝুঁকির কথা উল্লেখ করে এই পূর্বাভাস দিয়েছিল তারা। সে সময় আইএমএফ ২০২৫ সালের জন্য বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস ১ দশমিক পয়েন্ট কমিয়ে ৩ দশমিক ২ শতাংশে নামিয়েছিল। এতে সতর্ক করা হয়েছিল যে, মধ্যমেয়াদি বৈশ্বিক প্রবৃদ্ধি পাঁচ বছরে ৩ দশমিক ১ শতাংশে নেমে আসবে। এই পরিমাণ কোভিড-১৯ মহামারির আগের ধারা থেকে অনেক কম। জর্জিয়েভা বলেন, ‘যুক্তরাষ্ট্রের অর্থনীতির আকার ও ভূমিকার কথা বিবেচনা করে আসন্ন প্রশাসনের নীতি দিকনির্দেশনা, বিশেষ করে শুল্ক, কর, নিয়ন্ত্রণমুক্তকরণ এবং সরকারি দক্ষতার বিষয়ে বৈশ্বিকভাবে প্রবল আগ্রহ রয়েছে।