ঢাকা বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

৪৭তম সার্কফিন্যান্স গভর্নরস গ্রুপ মিটিং অনুষ্ঠিত

৪৭তম সার্কফিন্যান্স গভর্নরস গ্রুপ মিটিং অনুষ্ঠিত

বাংলাদেশ ব্যাংকের গবেষণা বিভাগের সার্কফিনান্স উইং-এর আয়োজনে ২৬ জুন ২০২৫ তারিখে হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ঢাকায় ‘Financial Inclusion and Central Banking: Bridging Gaps in the SAARC Region’ শীর্ষক ৪৭তম সার্কফিনান্স গভর্নরস গ্রুপ মিটিং ও সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এই গভর্নরস গ্রুপ মিটিং এর সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে সদস্য কেন্দ্রীয় ব্যাংক ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভার শুরুতে প্রতিটি দেশ তাদের সাম্প্রতিক আর্থিক পরিস্থিতি ও মুদ্রানীতির অগ্রগতি তুলে ধরে। মন্দা ও মুদ্রাস্ফীতি মোকাবিলার অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি, সার্কফিনান্স-এর ২০২৫-২০৩০ সহযোগিতা রোডম্যাপ, সার্কফিনান্স বৃত্তি কর্মসূচি, আর্থিক অন্তর্ভুক্তি লার্নিং সিরিজ, কারেন্সি সোয়াপ কাঠামোর উন্নয়ন, যৌথ গবেষণা এবং সেমিনার ও কর্মশালার প্রস্তাবনা নিয়ে বিশদ আলোচনা হয়। পারস্পরিক জ্ঞানের আদান-প্রদান ও যৌথ উদ্যোগে একটি শক্তিশালী পেমেন্ট সিস্টেম গড়ে তোলার অঙ্গীকারের মধ্য দিয়ে গভর্নরস গ্রুপ মিটিং এর সমাপ্তি ঘটে।

ড. সায়েরা ইউনুস, নির্বাহী পরিচালক (গবেষণা), বাংলাদেশ ব্যাংক সিম্পোজিয়ামের সূচনা বক্তব্য প্রদান করেন। তিনি অংশগ্রহণকারীদের আন্তরিক স্বাগত জানিয়ে বলেন, এই নেটওয়ার্ক কেন্দ্রীয় ব্যাংকগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ। সিম্পোজিয়ামের কি-নোট উপস্থাপনায় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান বলেন, আর্থিক অন্তর্ভুক্তি এখন আর কোনো গৌণ এজেন্ডা নয় বরং এটি দারিদ্র্য হ্রাস, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির মূল চাবিকাঠি। তিনি আরও উল্লেখ করেন যে, আর্থিক অন্তর্ভুক্তিকে কেবল একটি কারিগরি প্রয়াস হিসেবে দেখা উচিত নয়, আর্থিক অন্তর্ভুক্তি একটি মানবিক উদ্যোগ, যা সময়োপযোগী ও দৃঢ় নেতৃত্বের দাবি রাখে।

বিশেষ অতিথির বক্তৃতায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার বলেন, এই সিম্পোজিয়ামের বিষয়বস্তু অত্যন্ত সময়োপযোগী এবং গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আর্থিক অন্তর্ভুক্তি কেবল উন্নয়ন লক্ষ্যমাত্রা নয়; এটি অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ও দারিদ্র্য হ্রাসের ভিত্তি। বিশেষ অতিথি ভুটানের রয়্যাল মনিটারি অথরিটির গভর্নর জনাব Dasho Penjore বলেন, ভুটানে আর্থিক অন্তর্ভুক্তির ব্যাপক প্রসার ঘটেছে। তিনি অনানুষ্ঠানিক ব্যাংকিং কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে নিয়ে আসার ওপর গুরুত্বারোপ করেন। সিম্পোজিয়ামের প্রধান অতিথি ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং আর্থিক স্থিতিশীলতার উপর গুরুত্বারোপ করেন। ড. মনসুর বলেন, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়, দেশসমূহের সফল কর্মসূচি বাস্তবায়নের রূপরেখা থেকে শিখে ও সম্মিলিতভাবে কাজ করে সার্ক অঞ্চলের বিপুল সংখ্যক মানুষকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আনতে পারি। তিনি SAARCFINANCE নেটওয়ার্ককে একটি আর্থিক অন্তর্ভুক্তি জ্ঞান কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানান এবং SAARC ফিনটেক স্যান্ডবঙ, যৌথ আর্থিক শিক্ষা কর্মসূচি, সমন্বিত নিয়ন্ত্রক মানদণ্ড, SAARC আর্থিক টাস্কফোর্স, বার্ষিক SAARC Inclusion Innovation Award এবং আঞ্চলিক অগ্রগতি ড্যাশবোর্ড প্রভৃতি চালু করার বিষয়ে গুরুত্বারোপ করেন। সিম্পোজিয়ামের কার্য অধিবেশনে অংশগ্রহণকারী দেশসমূহ তাদের নিজ নিজ দেশের আর্থিক অন্তর্ভুক্তি পরিস্থিতি, উদ্যোগ ও চ্যালেঞ্জসমূহ তুলে ধরেন। প্যানেলিস্ট ও অংশগ্রহণকারীরা সক্রিয় আলোচনা ও মতবিনিময়ের মধ্য দিয়ে আঞ্চলিক সহযোগিতায় একটি অন্তর্ভুক্তিমূলক আর্থিক ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে বিশেষ মতামত প্রদান করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত