বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন (বিএসএমএ)-এর ১২তম বার্ষিক সাধারন সভা গতকাল রোববার এসোসিয়েশনের প্রেসিডেন্ট মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে রাজধানীর বনানী ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। সভায় এসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল, নির্বাহী কমিটির সদস্য ও সাধারণ সদস্যরা অংশগ্রহণ করেন। সভায় বিএসএমএ-এর সেক্রেটারি জেনারেল ডঃ সুমন চৌধুরী কার্যনির্বাহী পরিষদের বার্ষিক প্রতিবেদন পেশ করেন এবং ফাইন্যান্স ডাইরেক্টর মো: সাইফুর রহমান (খোকন) অডিট রিপোর্ট ও এসোসিয়েশনের হালনাগাদ আয়-ব্যয় উপস্থাপন করেন। সভায় সদস্যরা বর্তমানে স্টিল শিল্প একটি ক্রান্তিকাল অতিক্রম করছে মর্মে উল্লেখ করেন। ডলারের মূল্য বৃদ্ধি, ডলারের মূল্যবৃদ্ধির কারনে স্টিল উৎপাদনকারীদের মূলধন ঘাটতি, ব্যাংক ঋণের সুদের হার বৃদ্ধি, ভৌত অবকাঠামো উন্নয়নের কাজ মন্থর হওয়ার কারনে স্টিল ব্যবহার নিম্নমুখী হওয়ায় সভায় সদস্যরা গভীর উৎকণ্ঠা প্রকাশ করেন। স্টিল উৎপাদন গ্যাস ও বিদ্যুতের উপর নির্ভরশীল হওয়ায় সভায় সদস্যরা গ্যাস ও বিদ্যুতের মূল্য যাতে বৃদ্ধি না করা হয় সেজন্য সরকারের নিকট জোর দাবি জানান। বিদেশ হতে শুল্ক-করবিহীন বিলেট আমদানি বন্ধ করার জন্য এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহ হতে ফেরাস পণ্য-স্টিল স্ক্র্যাপ আমদানি অব্যাহত রাখার লক্ষ্যে ব্যবস্থা গ্রহণের জন্য সভায় সদস্যরা সরকারকে অনুরোধ করেন। ৭১ বছরের পুরানো স্টিল শিল্প বর্তমানে এক সংকটকাল অতিক্রম করছে বিধায় এই শিল্পকে সুরক্ষার লক্ষ্যে ব্যবস্থা গ্রহণের জন্য সভায় সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়।