ঢাকা রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

১০ মাসের মধ্যে এপ্রিলে রপ্তানি আয় সর্বনিম্ন

১০ মাসের মধ্যে এপ্রিলে রপ্তানি আয় সর্বনিম্ন

চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) দেশের সামগ্রিক রপ্তানি খাতে ইতিবাচক প্রবৃদ্ধি থাকলেও এপ্রিল মাসে বড় ধরনের ধাক্কা লেগেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে দেখা যাচ্ছে, এপ্রিল মাসে দেশের পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে মাত্র ৩ দশমিক ০১ বিলিয়ন ডলার, যা চলতি অর্থবছরের মধ্যে সর্বনিম্ন। আগের বছরের একই সময়ের তুলনায় এতে প্রবৃদ্ধি হয়েছে মাত্র ০ দশমিক ৮৬ শতাংশ। অথচ মার্চ মাসে রপ্তানি আয় ছিল ৪ দশমিক ২৫ বিলিয়ন ডলার- অর্থাৎ এক মাসের ব্যবধানে রপ্তানি কমেছে প্রায় ১ দশমিক ২৪ বিলিয়ন ডলার। বিশ্লেষকদের মতে, এবারের ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি ও শিল্প খাতে চলমান গ্যাস সংকট এই ধসের মূল কারণ। তৈরি পোশাকসহ বেশিরভাগ কারখানা এক থেকে দেড় সপ্তাহ বন্ধ থাকায় উৎপাদন ব্যাহত হয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে রপ্তানিতে।

দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকে (আরএমজি) গত ১০ মাসে মোট আয় দাঁড়িয়েছে ৩২ দশমিক ৬৪ বিলিয়ন ডলার, যেখানে প্রবৃদ্ধি ১০ শতাংশ। তবে শুধু এপ্রিল মাসে এই খাতের আয় ছিল ২ দশমিক ৩৯ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় মাত্র ০ দশমিক ৪৪ শতাংশ বেশি।

বিভাগ অনুযায়ী, এপ্রিল মাসে নিট পোশাক রপ্তানিতে ৫ দশমিক ০৮ শতাংশ প্রবৃদ্ধি থাকলেও, ওভেন পোশাক রপ্তানি কমেছে ৪ দশমিক ৬৫ শতাংশ। তবে জুলাই থেকে এপ্রিল পর্যন্ত ১০ মাসে নিট পোশাক রপ্তানি বেড়েছে ১০ দশমিক ৭৪ শতাংশ (১৭ দশমিক ৪৬ বিলিয়ন ডলার) এবং ওভেন পোশাক বেড়েছে ৯ দশমিক ১৭ শতাংশ (১৫ দশমিক ১৮ বিলিয়ন ডলার)।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত