যমুনা ব্যাংক পিএলসি আনন্দের সঙ্গে জানাচ্ছে যে, বিশিষ্ট ব্যাংকার মোহাম্মদ জাহাঙ্গীর আলম গতকাল থেকে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) পদে যোগদান করেছেন। কর্পোরেট ও ইনভেস্টমেন্ট ব্যাংকিং খাতে দুই দশকেরও বেশি অভিজ্ঞতা, দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্ব এবং দক্ষতা নিয়ে তিনি যমুনা ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমে যুক্ত হয়েছেন।
যমুনা ব্যাংকে যোগদানের আগে তিনি সিটি ব্যাংক পিএলসি-তে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) ও ক্লাস্টার হেড (পাবলিক সেক্টর, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ এবং সার্ভিস সেক্টর) এই পদে ২০১৫ সাল থেকে হোলসেল ব্যাংকিং ডিভিশনে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি সিটি ব্যাংকে হেড অব স্ট্রাকচার্ড ফাইন্যান্স, ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেড-এ হেড অব ইনভেস্টমেন্ট ব্যাংকিং হিসেবে কাজ করেছেন। ২০০৪ সালে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও) হিসেবে ইস্টার্ন ব্যাংক লিমিটেড-এ (ইবিএল) কর্মজীবন শুরু করে ধাপে ধাপে এভিপি ও সিনিয়র ম্যানেজার ও স্ট্রাকচার্ড ফাইন্যান্স ইউনিট পর্যন্ত উন্নীত হন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি