ঢাকা শনিবার, ০৯ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

সীমান্ত ব্যাংকের বার্ষিক সাধারণ সভা

সীমান্ত ব্যাংকের বার্ষিক সাধারণ সভা

সীমান্ত ব্যাংক পিএলসির ৯ম বার্ষিক সাধারণ সভা গত ১৫ জুলাই বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদরদপ্তরে শহিদ ক্যাপ্টেন আশরাফ হলে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান ও বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। সভায় শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদিত হয়। সভায় ব্যাংকের পরিচালকরা প্রতিবেদন, নিরীক্ষিত আর্থিক বিবরণী ও নিরীক্ষকের প্রতিবেদন অনুমোদিত হয়। সভায় নিরীক্ষক নিয়োগ এবং পরিচালকরা নির্বাচন সম্পন্ন হয়। সভাপতির স্বাগত বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ব্যাংকের উল্লেখযোগ্য কিছু আর্থিক নির্দেশক স্টেক হোল্ডারদের উদ্দেশে তুলে ধরেন। ব্যাংকের সেবার উৎকর্ষতার মাধ্যমে গ্রাহকের আস্থা ও বিশ্বাস অর্জন করে আগামী দিনে ব্যাংকিং সেক্টরের প্রতিকূলতা ও প্রতিযোগিতা মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য তিনি দিকনির্দেশনা প্রদান করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত