ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বেজার নির্বাহী সদস্য নজরুল ইসলামের যোগদান

বেজার নির্বাহী সদস্য নজরুল ইসলামের যোগদান

মেজর জেনারেল (অব.) মো. নজরুল ইসলাম বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী সদস্য (পরিকল্পনা ও উন্নয়ন) হিসেবে যোগদান করেছেন। গতকাল রোববার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বেজা। বাংলাদেশ সেনাবাহিনীতে তার বর্ণাঢ্য ও গৌরবময় কর্মজীবনে তিনি বিভিন্ন পর্যায়ে কমান্ড, স্টাফ এবং প্রশিক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

তিনি এর আগে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন, যেখানে তিনি উন্নয়ন কার্যক্রমে সুশাসন ও কর্মদক্ষতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। বেজায় যোগদানের পর তিনি সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত পাঁচটি অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রমকে নির্দিষ্ট সময়ের মধ্যে বিনিয়োগ উপযোগি করার লক্ষ্যে কাজ করবেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত