
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের বড় পতনে লেনদেন হয়েছে। তবে ডিএসইতে লেনদেন কমলেও, সিএসইতে বেড়েছে। গতকাল মঙ্গলবার পুঁজিবাজারে চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।
ডিএসইতে গতকাল মঙ্গলবার কমেছে সবকটি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৮৯ দশমিক ৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫৩৮ দশমিক ২৫ পয়েন্টে।
আর ডিএস-৩০ সূচক ৩৯ দশমিক ১৫ পয়েন্ট ও ডিএসইএস সূচক ২১ দশমিক ২২ পয়েন্ট কমে অবস্থান করছে যথাক্রমে ২ হাজার ১৫২ দশমিক ৮২ পয়েন্ট ও ১ হাজার ২০৩ দশমিক ৯৮ পয়েন্টে।
ডিএসইতে এদিন কমেছে লেনদেনের পরিমাণও। এদিন লেনদেন হয়েছে ১ হাজার ১৭৭ কোটি ২৬ লাখ টাকার শেয়ার। যেখানে গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ৪০০ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ২২৩ কোটি ৫৮ লাখ টাকা। এছাড়া গতকাল মঙ্গলবার ডিএসইতে ৪০১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৬৮টি কোম্পানির, কমেছে ৩০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ারের দাম।
অন্যদিকে দেশের অন্য পুঁজিবাজার সিএসইতেও এদিন কমেছে সব সূচকের মান। গতকাল মঙ্গলবার সার্বিক সূচক সিএএসপিআই ২০২ দশমিক ৪৭ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ১২৭ দশমিক ৩৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৫ হাজার ৫৭০ দশমিক ৫৮ পয়েন্টে ও ৯ হাজার ৫৫৭ দশমিক ৫২ পয়েন্টে।
আর সিএসই-৫০ সূচক ১৩ দশমিক ৮৮ পয়েন্ট ও সিএসআই সূচক ১২ দশমিক ৪০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৭৬ দশমিক ০৩ পয়েন্টে ও ৯৮৭ দশমিক ০৯ পয়েন্টে। আর ২০৬ দশমিক ৯৪ পয়েন্ট কমেছে সিএসই-৩০ সূচকের মান। সূচকটি অবস্থান করছে ১৩ হাজার ৬০৪ দশমিক ১২ পয়েন্টে। তবে সিএসইতে গতকার মঙ্গলবার বেড়েছে লেনদেনের পরিমাণ। এদিন লেনদেন হয়েছে ১৯ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার। আর এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৬ কোটি ৫১ লাখ টাকার শেয়ার। লেনদেন বেড়েছে ৩ কোটি ২৬ লাখ টাকা।
সিএসইতে ২৪৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৫২টির, কমেছে ১৬৮টির ও অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ারদর।