
দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি তাদের নবগঠিত পরিচালনা পর্ষদের গতিশীল নেতৃত্বে প্রবৃদ্ধি ও স্থিতিশীলতার এক নতুন যাত্রা শুরু করেছে। ব্যাংকিং, ফাইন্যান্স ও গভর্নেন্সে সুদীর্ঘ অভিজ্ঞতা ও দক্ষতার সমন্বয়ে এই বোর্ড দায়বদ্ধতা, স্বচ্ছতা এবং গ্রাহককেন্দ্রিক সেবায় এক নতুন মানদ- স্থাপন করছে। নতুন বোর্ডে দেশের অন্যতম সেরা ও দক্ষ ব্যক্তিত্বরা রয়েছেন, প্রিমিয়ার ব্যাংকের প্রতিষ্ঠাতা ভাইস-চেয়ারম্যান ও উদ্যোক্তা শেয়ারহোল্ডার ডা. আরিফুর রহমান, বর্তমানে চেয়ারম্যান হিসেবে নেতৃত্ব দিচ্ছেন। মো. ফোরকান হোসেন, স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান, অডিট কমিটি (সাবেক নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংক)। সৈয়দ ফরিদুল ইসলাম, স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান, এক্সিকিউটিভ কমিটি (সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক)। মো. সাজ্জাদ হোসেন, স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান, রিস্ক ম্যানেজমেন্ট কমিটি (সাবেক ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, ব্যাংক এশিয়া)। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি