ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বুয়েটের সঙ্গে জিপিএইচ ইস্পাতের স্মারক স্বাক্ষর

বুয়েটের সঙ্গে জিপিএইচ ইস্পাতের স্মারক স্বাক্ষর

‘উদ্ভাবন সুরক্ষা, পেটেন্ট ফাইলিং ও শিল্প- অ্যাকাডেমিয়া সংযোগে নতুন দিগন্ত’ এই উদ্দেশে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (রাইজ) ও জিপিএইচ ইস্পাত লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoA) স্বাক্ষরিত হয়েছে। গত রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের ইসিই ভবনের ৮ম তলায় রাইজ এর উদ্যোগে ‘ইন্টিলেকচুয়াল প্রোপার্টি ম্যানজমেন্ট অব বুয়েট’ প্রকল্পের আওতায় উক্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জিপিএইচ গ্রুপের চেয়ারম্যান ও জিপিএইচ ইস্পাত লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বুয়েটে উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান উদ্ভাবন ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরে বলেন, ‘এর মাধ্যমে বুয়েটের গবেষণা ফলাফল বাস্তব জীবনে প্রভাব ফেলতে সক্ষম হবে। তিনি আরও উল্লেখ করেন, জিপিএইচ ইস্পাতের সঙ্গে এই সহযোগিতা বুয়েট-এর অ্যাকাডেমিক উৎকর্ষকে জাতীয় উন্নয়ন লক্ষ্য ও বৈশ্বিক প্রতিযোগিতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার প্রতিফলন।’ সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত